শুক্রবার ৮ এপ্রিল ২০২২ - ১৪:৪৪
আয়াতুল্লাহ বাশির নাজিফী

হাওজা / আয়াতুল্লাহ হাফিজ বাশির হোসেন নাজিফী, নাজফে আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানী ও আয়াতুল্লাহ শেখ ইসহাক ফইয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গত বছরের ন্যেয় এবছরও শবে জুমায় আয়াতুল্লাহ হাফিজ বাশির হোসেন নাজিফী,

নাজফ আশরাফে আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানী ও আয়াতুল্লাহ শেখ ইসহাক ফইয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আয়াতুল্লাহ সাঈদুল হাকিম সাহেবের অফিসে মরহুমের জন্য ফাতেহা পড়েন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha